Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থুল  প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


এক নজরে

এক নজরে কর্ণফুলী:

সাধারণ তথ্যাদিঃ 

জেলা

চট্টগ্রাম

উপজেলা

কর্ণফুলী

সীমানা

উত্তরে চাঁদগাঁও থানা ও বোয়ালখালী উপজেলা, পূর্বে পটিয়া উপজেলাআনোয়ারা উপজেলাবোয়ালখালী উপজেলা, দক্ষিণে আনোয়ারা উপজেলা এবং পশ্চিমে পতেঙ্গা থানাবন্দর থানা

জেলা সদর হতে দূরুত্ব

১০ কিঃ মিঃ

আয়তন

৫৫.৩৬ বর্গ কিঃ মিঃ

মোট জনসংখ্যা

২০৩৬৯৭ জন

পুরুষ

১০৩৮৭৮ জন

মহিলা

৯৯৮১৯ জন

জনসংখ্যার ঘনত্ব

৩৬৮০ (প্রায়) জন

জনসংখ্যা বৃদ্ধির হার

১.৪০% (প্রায়)

শিক্ষার হার

৭৭.১৫%

আয়ের প্রধান উৎস

ব্যবসা, চাকুরী ও প্রবাসী আয়

মোট খানা সংখ্যা

৪৩৬১১

খানার সদস্য

৪.৬২

গ্রাম


মৌজা


ইউনিয়ন

৫ টি

পৌরসভা

০০ টি

পৌর এলাকার আয়তন


নদ-নদী

০১ টি

কর্ণফুলী নদী

হাট বাজার

১৫

টেলিফোন এক্সচেঞ্জ

০০

ডাক বাংলো

০০

দর্শনীয় স্থান

কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল

শাহ আমানত সেতু

শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র

কাফকো

কালারপুল ব্রীজ

বড় উঠান জমিদার বাড়ি

কেপিজেড

কর্ণফুলী সিডিএ আবাসিক

কর্ণফুলী টানেল

চরপাথরঘাটা ও জুলধা সংযোগ সেতু

শিক্ষা সংক্রান্তঃ 

সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩৪

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

৩০

ইবতেদায়ী

২১

জুনিয়র উচ্চ বিদ্যালয়

০৩

উচ্চ বিদ্যালয় (সহ শিক্ষা)

৩৫

উচ্চ বিদ্যালয় (বালিকা)

০১

দাখিল মাদ্রাসা

০২

আলিম মাদ্রাসা

০২

ফাজিল মাদ্রাসা

০১

কামিল মাদ্রাসা

০০

কলেজ (সহপাঠ)

০১

কলেজ (বালিকা)

০০

বিশ্ববিদ্যালয়

০০

শিক্ষার হার

৭৭.১৫%


পুরুষ                     ৭৯.৭৮%


মহিলা                    ৭৪.১১%

তথ্যসূত্রঃ উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়,

গুগল মানচিত্রে অফিসের অবস্থান