Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থুল  প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


সিটিজেন চার্টার

                                                                                                                                               

সেবা প্রদান প্রতিশ্রুতি

শিরোনাম
অর্থবছর
প্রকাশের তারিখ

সিটিজেন চার্টার (২য় কোয়ার্টার)
২০২৪-২৫ ৩০-০৬-২০২৪ সিটিজেন চার্টার.pdf
সিটিজেন চার্টার (8র্থ কোয়ার্টার)                
২০২৩-২৪ ২৬-০৬-২০২৪ সিটিজেন চার্টার.pdf
সিটিজেন চার্টার (৩য় কোয়ার্টার) ২০২৩-২৪ ০২-০১-২০২৪ সিটিজেন চার্টার.pdf
সিটিজেন চার্টার (২য় কোয়ার্টার)
২০২৩-২৪ ০৪-১০-২০২৩ সিটিজেন চার্টার.pdf

                                   

সিটিজেন চার্টার (১ম কোয়ার্টার)                
২০২৩-২৪ ০৫-০৭-২০২৩ সিটিজেন চার্টার.pdf





সিটিজেন চার্টার (সেবা প্রদান প্রতিশ্রুতি)


ক ও খ) নাগরিক ও প্রাতিষ্ঠানিক সেবা


ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবংপ্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ফোন ও ই-মেইল

০১

জনসংখ্যার প্রত্যয়নপত্র

আবেদন প্রাপ্তির পর রেকর্ডভূক্ত করে আবেদনকারীকে রেকর্ডভূক্তির ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদন পত্র পরিসংখ্যানকর্মকর্তার নিকট পেশ করা হয়।


নির্দেশিত হয়ে দায়িত্বে নিয়োজিত কর্মচারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরম্যাটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যানকর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

০১) তথ্য অধিকার আইন ও বিধি অনুযায়ী তথ্যপ্রাপ্তির নির্দিষ্ট আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়।


০২) তথ্যের আবেদন ফরম তথ্যকমিশনেরওয়েবসাইট হতে অথবাকার্যালয়ের সংশ্লিষ্ট শাখা হতে বিনামূল্যে সংগ্রহ করা যায়।




বিনামূল্যে


(তবে সিডি/ডিস্কে সরবরাহের ক্ষেত্রে ডিস্ক/সিডির মূল্য নগদ পরিশোধ করতে হবে

১-৩ কর্মদিবস






মো: এনামুল হক

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা 

উপজেলা পরিসংখ্যান কার্যালয়

কর্ণফুলী, চট্টগ্রাম।

 মোবাইল : ০১৭১৭-৭৫৮৯৪০

ই-মেইল : enamul217@gmail.com


০২

আদমশুমারিরতথ্য

০৩

কৃষি শুমারির তথ্য

০৪

অর্থনৈতিক শুমারির তথ্য

০৫

খাদ্য তথ্যভাণ্ডার শুমারির তথ্য

০৬

বস্তি শুমারির তথ্য

০৭

ভাইটাল স্ট্যাটিসটিকস

০৮

মূল্য ও মজুরি সংক্রান্ত তথ্য

০৯

প্রধান ও অপ্রধান ফসলের হিসাব সংক্রান্ত তথ্য

১০

স্বাস্থ্য ও জনতত্ত্ব সংক্রান্ত তথ্য

১১

শ্রমশক্তি ও শিশু শ্রমের তথ্য

১২

জেন্ডার স্ট্যাটিসটিকস

১৩

শিল্প পরিসংখ্যান

১৪

খানার আয়-ব্যয় সংক্রান্ত তথ্য

১৫

ভোক্তার মূল্যসূচক জরিপ (CPI)

১৬

জিডিপির প্রবৃদ্ধির হার

১৭

মাসিক কৃষিমজুরির হার

১৮

পরিবেশ পরিসংখ্যান

১৯

দারিদ্র্য পরিসংখ্যান

২০

বন, মৎস, গবাদিপশু ও হাঁস-মুরগী প্রাক্কলন জরিপ

২১

ভূমিব্যবহার ও সেচ পরিসংখ্যান

২২

প্রধান প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরচ

২৩

টোব্যাকো সার্ভে সংক্রান্ত তথ্য

২৪

নারীদের অবস্থান সম্পর্কিত জরিপ

২৫

মা ও শিশু পরিসংখ্যান

২৬

ডিস্ট্রিকস স্ট্যাটিসটিকস

২৭

প্রবাস আয় ও বিনিয়োগ জরিপ

২৮

দাগগুচ্ছ জরিপ

২৯

জিওকোড হালনাগাদকরণ

৩০

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসীদেরতথ্য





গ) আভ্যন্তরীণসেবাঃ

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধপদ্ধতি

সেবা প্রদানেরসময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ফোন ও ই-মেইল

০১

শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরি

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে যাচাই-বাছাই পূর্বক

হিসাব শাখা কর্তৃক চাহিত প্রয়োজনীয় কাগজ পত্রাদি

বিনামূল্যে


৩-৭ কর্মদিবস

মো: এনামুল হক

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা 

উপজেলা পরিসংখ্যান কার্যালয়

কর্ণফুলী, চট্টগ্রাম।

 মোবাইল : ০১৭১৭-৭৫৮৯৪০

ই-মেইল : enamul217@gmail.com


সাজ পোশাক

০২

প্রসূতি ছুটি

মঞ্জুরি


বিকল্প কর্মকর্তা : 


মিঠুন সাহা

জুনিয়র পরিসংখ্যান সহকারী

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, কর্ণফুলী,চট্টগ্রাম।

মোবাইল :০১৭৪৬৫৮৯৮৬৪

ই-মেইল :uso.karnaphuli@gmail.com


আপিল কর্তৃপক্ষ :


মোহাম্মদ ওয়াহিদুর রহমান

উপপরিচালক

জেলা পরিসংখ্যান কার্যালয়, চট্টগ্রাম।

ফোন : ০৩১-৭২৩২৬২, মোবাইল : ০১৯১১-৫৮৩৪৭৫

ই-মেইল : wahidbbs.bd@gmail.com


গুগল মানচিত্রে অফিসের অবস্থান